Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় আওয়ামী লীগের সংবর্ধনা

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ মে, ২০১৯, ১২:০৪ এএম

পটিয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিল পৌরসদরের ইন্দ্রপুলস্থ হল টুডে কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। গত শনিবার বিকালে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পটিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। অতীতে উপজেলা পরিষদে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান না থাকায় শেখ হাসিনার উন্নয়ন জনগনের দৌড় গোড়ায় সঠিকভাবে পৌছেনি। পটিয়াবাসীর কল্যানে একযোগে কাজ করতে হবে। তাহলেই সম্মিলিত প্রচেষ্ঠায় পটিয়া হবে উন্নয়নের রোল মডেল।
উপজেলা আ.লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথি ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু। অধ্যাপক হারুনুর রশিদ ও আবদুল খালেকের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমেদ, প্রদীপ দাশ, রাশেদ মনোয়ার, দেবব্রত দাশ, বিজন চক্রবর্তী, নাছির আহমেদ, আ.ম.ম টিপু সুলতান চৌধুরী, মুজিবুল হক চৌধুরী নবাব প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ