Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন দশক পর একসঙ্গে নাটকে ফেরদৌসী মজুমদার ও সুবর্ণা মুস্তাফা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০১৯, ১২:০৪ এএম

প্রায় ৩০ বছর পর দুই বিশিষ্ট অভিনেত্রী ফেরদৌসী মজুমদার ও সুবর্ণা মুস্তাফা একসঙ্গে অভিনয় করলেন। ৩০ বছর আগে সংশপ্তক ধারাবাহিকে তারা একসঙ্গে অভিনয় করেছিলেন। সম্প্রতি তারা দুজনকে নিয়ে একটি একক নাটক নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। নাটকটির নাম তমোহর। রচনা করেছেন ইফফাত আরেফিন তন্বী। এতে আরো অভিনয় করছেন এফ এস নাঈম ও নাজিরা মৌ। গত সপ্তাহে উত্তরায় নাটকটি শূটিং হেেছ।। চয়নিকা চৌধুরীর এর আগে ফেরদৌসী মজুমদার ও সুবর্ণা মুস্তাফাকে নিয়ে আলাদাভাবে নাটক নির্মাণ করেছেন। এবারই তাদের একসঙ্গে নিয়ে নাটক নির্মাণ করেছেন। এ নিয়ে বেশ উচ্ছ¡সিত তিনি। তিনি বলেন, আমার ১৯ বছরের ক্যারিয়ারে ফেরদৌসী মজুমদার ও সুবর্ণা মুস্তাফাকে একসঙ্গে নিয়ে প্রথম নাটক নির্মাণ করছি। এটা আমার জন্য পরম পাওয়া। ৩০ বছর পর একসঙ্গে ক্যামেরার সামনে মুখোমুখি হয়েছেন এই দুই কিংবদন্তী। সঠিক সময়মতো সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত নাটকের শূটিং করছি। এটাও আনন্দের। অভিনেত্রী নাজিরা মৌ বলেন, দুই কিংবদন্তীর সঙ্গে কাজ করছি। এ রকম সুযোগ পাওয়া ভাগ্য। আমি সত্যিই অনেক আনন্দিত। এফ এস নাঈম বলেন, কিংবদন্তীদের সঙ্গে কাজ করছি। খুব ভালো লাগছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ