বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : ভারতে পাচারকালে সাতক্ষীরার বৈকারির শিকড়িতে এক কেজি চারশ’ গ্রাম ওজনের ১২ টি স্বর্ণের বারসহ এক আ.লীগ নেতাসহ দুজনকে আটক করেছেন বিজিবি সদস্যরা।
এরা হলেন, আতাউর রহমান (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী বৈকারী গ্রামের মৃত রুহুল আমিন ওরফে রোহেল সরদারের ছেলে ও একই গ্রামের গোপাল মণ্ডলের ছেলে প্রদীপ কুমার মণ্ডল (৪২)। আটক আতাউর রহমান বৈকারী ইউনিয়নের আওয়ামীলীগ দলীয় নবনির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামান অসলের ছোট ভাই ও একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য এবং বৈকারী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পালসার মোটর সাইকেল ও দুটি মোবাইল ফোন। শুক্রবার দিবাগত রাতে আটকের পর আজ শনিবার দুপুরে মামলা দিয়ে তাদেরকে সাতক্ষীরা থানায় সোপর্দ করেছে বিজিবি।
বিজিবি ৩৮ ব্যাটালিয়নের এক গোয়েন্দা কর্মকর্তা জানান, ভারতে পাচারের জন্য স্বর্ণের একটি বড় চালান সাতক্ষীরার বৈকারী সীমান্তের দিকে নিয়ে আসা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বৈকারী ক্যাম্পের একটি টহল দলের সদস্যরা রাতে ওই এলাকায় অবস্থান নেয়। রাত ১০ টার দিকে মোটরসাইকেলটি শিকড়ি নামক স্থানে পৌছালে বিজিবি সদস্যরা মোটর সাইকেলটিকে থামার সংকেত দেয়। কিন্তু না থেমে গাড়িটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিজিবি সদস্যরা চোরাচালানীদের ধাওয়া করে মোটর সাইকেলসহ দু’জনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ১২ টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। যার ওজন ১২০ ভরি বা এক কেজি চার”শ গ্রাম।
ওই গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, বৈকারী ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল মান্নান বাদী হয়ে ওই দুজনকে আসামী করে শনিবার দুপুরে মামলা দায়ের করেছেন।
প্রসঙ্গত, বৈকারীর নব নির্বাচিত চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে এলাকার শীর্ষ চোরাকারবারি হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে আওয়ামীলীগের ব্যানারে তিনি চেয়ারম্যান হওয়ার পর সীমান্তে স্বর্ণ পাচার আরও বৃদ্ধি পেয়েছে। তবে ৩৮ বিজিবি’র বর্তমান অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন সৎ কর্মকর্তা হওয়ায় বৈকারিসহ সীমান্তের চোরাচালানীরা বেকায়দায় রয়েছে। এমনকি স্বর্ণসহ আটক নিজের ভাইকে ছাড়িয়ে নেওয়ার জন্যও অনেক তদবির করেও লাভ করতে পারেননি এই আওয়ামী লীগ নেতা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।