বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা জেলা সংবাদদাতা : জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের ভোট চলাকালে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এনামুল হক বিশ্বাসের সমর্থকদের কেন্দ্র দখল করে সিলমারা, সাধারণ ভোটারদের কেন্দ্রে আসাতে বাধা প্রদান, হুমকি প্রদর্শন ও ভোট কার চুপির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম এবং বিএনপির ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তপন সরদার নির্বাচন বর্জন করেছেন। আজ বেলা পৌনে ১১টাার দিকে ভোট চলাকালে রুপপুস্থ নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান সেলিম। তিনি অভিযোগ করেন নির্বাচনের সুষ্ঠু কোন পরিবেশ নেই। নৌকা প্রতীক প্রার্থী ও তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে নিজের ও তার সমর্থকদের নিরাপত্তা এবং সম্মান রক্ষার্থে নির্বাচন বর্জন ছাড়া পথ নেই বলে তিনি দাবী করেন। এদিকে ধানের শীষের প্রার্থী তপন সরদার ভোট কারচুপি অভিযোগ করে সংবাদ কর্মীদের জানান, আমি এই প্রহসনের নির্বাচন বর্জন করলাম।
উল্লেখ্য, আজ ৫ম দফা নির্বাচনে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ৭ ও সাঁথিয়া উপজেলার ৯ ইউনিয়নসহ ১৬টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।