Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেওয়ানগঞ্জে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ২

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

জামালপুর জেলা সংবাদদাতা : পঞ্চম দফায় ইউপি নির্বাচনে ভোটগ্রহণকালে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভোটকেন্দ্র দখলের চেষ্টাকে কেন্দ্র করে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত হয়েছেন। এসময় ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম লুট করে সমর্থকরা। এ ঘটনায় পরিস্থিতি নিয়স্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে ১৫ জন আহত হয়।
আজ শনিবার সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের খুঁটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখল করতে চাইলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা তাতে বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম লুট করে তারা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে ২জন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হয়।
দেওয়ানগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান জানান, সকালে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখল করতে চাইলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা তাতে বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে কোনো এক পক্ষের গুলিতে দুজনের মৃত্যু হয়।এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ