Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারে প্রকাশ্যে নৌকায় সিল

প্রকাশের সময় : ২৮ মে, ২০১৬, ১২:০০ এএম

নারায়াণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোটারদের ভোট দিতে বাধ্য করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আর ওই কেন্দ্রের ভোটের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার তখন দরজা বন্ধ করে চা- বিস্কুট খাচ্ছিলেন।
আজ শনিবার সকালে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এই ইউনিয়নে ভোটযুদ্ধ হচ্ছে নৌকা প্রতীকের আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম ভেন্ডার ও আনারস প্রতীকে দলটির বিদ্রোহী প্রার্থী ও জেলা কৃষক লীগের সভাপতি সিরাজুল ইসলামের মধ্যে। ওই কেন্দ্র থেকে আগেই আনারস প্রতীকের লোকজনকে বের করে দিয়েছে নৌকা প্রতীকের কর্মীরা।
বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলামের অভিযোগ পেয়ে কেন্দ্র গিয়েও তার সত্যতা মেলে। সেখানে লাইনে দাঁড়ানো ভোটারদের প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করছেন রাজউকের বিল্ডিং পরিদর্শক আব্দুর রহিমের নেতৃত্বে নৌকার এজেন্টরা।
কেন্দ্রের দায়িত্বে থাকা আনসার ও পুলিশ সদস্যরা ক্ষমতাসীনদের কাছে অসহায়। তারা চুপ করে শুধু দেখছেন এই ভোট জালিয়াতি।
প্রিজাইডিং অফিসারকে একাধিকবার বিষয়টি জানিয়েও কোনো কাজ হয়নি বলে জানান দায়িত্বরত এক আনসার সদস্য।
তিনি বলেন, নৌকা প্রতীকের লোকজনের কাছে আমরা অসহায়।'
বাইরে এই ঘটনায় চরম বিশৃঙ্খলা দেখা দিলেও তাতে যেন কোনো ভ্রুক্ষেপ নেই ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কৃষ্ণপদ মণ্ডলের।
তিনি তখন দরজা বন্ধ করে চা- বিস্কুট খাচ্ছেন। সাংবাদিক যেতেই হঠাৎ করে সরব হয়ে ওঠেন কৃষ্ণপদ মণ্ডল। সবাইকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য তাগাদা দিতে থাকেন।
কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় সিল মারার বিষয়ে প্রিজাইডিং অফিসার কৃষ্ণপদ মণ্ডল বলেন, 'খুবই সমস্যার মধ্যে আছি ভাই। একদিকে ঠিক করছি তো, আরেক দিকে ঝামেলা তৈরি হচ্ছে।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ