প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন-এর ৩৫তম পর্ব প্রচার হবে আজ ১৯ মে রবিবার রাত ১০টার ইংরেজি সংবাদের পর। এবারের পরিবর্তন সাজানো হয়েছে মোট ১৭টি পরিবেশনা দিয়ে। রমজান মাস বিধায় বিভিন্ন সেগমেন্টে অন্যান্য বিষয়ের সাথে রমজানের তাৎপর্য, ইফতার, ঈদের কেনাকাটা, টেলিভিশন নাটক নির্মাণ, দ্রব্যমূল্য, যাকাত ইত্যাদি বিষয়ক কথাবার্তা প্রাধান্য পেয়েছে। পরিবর্তনের এবারের পর্বের জন্য তৈরী করা হয়েছে ৩টি নতুন গান। দেলোয়ার আরজুদা শরফ এর রমজান বিষয়ক কথামালা নিয়ে লিখা অভি আকাশের সুর ও মুশফিক লিটুর সঙ্গীত আয়োজনে একটি গান গাইবেন সুফি ঘারানার জনপ্রিয় কন্ঠশিল্পী পারভেজ সাজ্জাদ। দেলোয়ার আরজুদা শরফ এর ইহকাল ও পরকাল বিষয়ক কথামালা নিয়ে লিখা অভি আকাশের সুর ও মুশফিক লিটুর সঙ্গীত আয়োজনে একটি গান গাইবেন এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বী। প্রিয় জন্মভ‚মি বাংলাদেশের ষড়ঋতুর অপার সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে গীতি কবি নিহার আহমেদ এর লেখা আরো একটি গান গাইবেন জনপ্রিয় কন্ঠশিল্পী বেলাল খান। গানটি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সঙ্গীত পরিচালক জাহিদ বাশার পংকজ। বিগত ৩৪তম পর্ব পর্যন্ত যে সমস্ত দর্শক সর্বাধিকবার বাংলাদেশ টেলিভিশনের মিলনায়তনে উপস্থিত থেকে সরাসরি পরিবর্তন ধারণ পর্ব দেখেছেন তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে রয়েছে দর্শক প্রতিযোগিতা পর্ব। এবারের প্রতিযোগিতার বিষয় ছিল স্মার্ট মোবাইল ফোন। হজম আলী, মামা-ভাগ্নে, মদন-ভোলা, পরিবর্তন পাঠশালা, মুদ্রাদোষ-খাঁচকাটা খাঁচকাটা, উল্টোচলা, হিট করছে, মমিন-হাতেম, দুইমহিলা, তিন ব্যক্তি, মানিক-রতন, বিয়াই-বিয়াইন প্রভৃতি নিয়মিতপর্বে রয়েছে সমাজের সমসাময়িক ঘটনা বলি, নানা অসংগতি ও ত্রুটি বিচ্যুতি নিয়ে রচিত ব্যাঙাত্বক ও হাস্য রসাত্মক বিভিন্ন নাট্যাংশ। সাহরিয়ার মোহাম্মদ হাসান-এর প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।