Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে মনির খানের নতুন অ্যালবাম হৃদয়ের যন্ত্রণা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০১৯, ১২:০৫ এএম

আগামী ঈদে প্রকাশিত হবে জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের নতুন অ্যালবাম ‘হৃদয়ের যন্ত্রণা’। অ্যালবামে দশটি গান থাকবে। গানের কথা লিখেছেন লিটন শিকদার। সুর ও সঙ্গীতায়োজন করেছেন শেখ সাদী খান। ইতোমধ্যে চারটি গানের রেকর্ডিং স¤পন্ন হয়েছে। গানগুলো হচ্ছে হৃদয়ের যন্ত্রণা, এ মনের স্মৃতির পাতায়, চুপি চুপি তুমি এত ভালোবেসেছো ও ভালোবেসে নিঃস্ব করেছো। বাকি ছয়টি গানের রেকর্ডিংয়ের প্রস্তুতি চলছে। ঈদুল ফিতরের আগেই অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান করবেন বলে জানিয়েছে এ শিল্পী। নতুন অ্যালবাম প্রসঙ্গে মনির খান বলেন, আমি সব সময় গানের কথা গুরুত্ব দিয়ে গান করি। এবারও তার ব্যতিক্রম হবে না। প্রতিটি গানের কথা হৃদয় ¯পর্শ করার মতো, সুর ও সঙ্গীতায়োজনও চমৎকার। আমার বিশ্বাস, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে। অ্যালবামটি ঈদ উপলক্ষে ইউটিউবে মনির খানের নিজস্ব চ্যানেলে অডিও ভার্সনে প্রকাশ করা হবে। ঈদের পর সবগুলো গানের ভিডিও নির্মাণ করে প্রকাশ করা হবে বলে জানিয়েছে তিনি।



 

Show all comments
  • Billal Hosen ১৯ মে, ২০১৯, ৯:২৬ এএম says : 0
    4. “আমার উম্মাতের মাঝে এমন কিছু লোক আসবে যারা ব্যভিচার, পশম, মদ ও বাদ্য-যন্ত্রকে হালাল করে নিবে।” [সহীহ বুখারীঃ ৫৫৯০]
    Total Reply(0) Reply
  • এম আলীম ১৯ মে, ২০১৯, ১০:৩৩ এএম says : 0
    শুভ কামনা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ