Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবারের ঈদেও মাহফুজুর রহমানের সঙ্গীতানুষ্ঠান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০১৯, ১২:০৪ এএম

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের ঈদেও গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এটিএন বাংলা সূত্রে জানা গেছে, মৌলিক কিছু গান দিয়ে সাজানো হয়েছে তার অনুষ্ঠানটি। ইতিমধ্যে গানের রেকর্ডিং হয়ে গেছে। কয়েকটি গানের দৃশ্য ধারণের কাজও শেষ। বরাবরের মতো গানগুলোর দৃশ্যধারণ হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। মাহফুজুর রহমানের গাওয়া গানগুলোর কথা লিখেছেন দেশের বেশ কয়েকজন স্বনামধন্য গীতিকার। গানগুলোর সুর করেছেন মান্নান মোহাম্মদ এবং রাজেশ। জানা গেছে, বেশির ভাগ গানই হবে স্যাড রোমান্টিক ধাঁচের। উল্লেখ্য ২০১৭ সালের কোরবানি ঈদে প্রথম সঙ্গীতানুষ্ঠান নিয়ে হাজির হন ড. মাহফুজুর রহমান। সেসময় তার গান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এই আলোচনা-সমালোচনার মুখেও তিনি নিয়মিত গানের অনুষ্ঠান করে যাচ্ছেন। তার সঙ্গীতানুষ্ঠানটি প্রচার হবে ঈদের পরদিন রাত সাড়ে দশটায়, এটিএন বাংলায়।



 

Show all comments
  • Mohammed Ismail ১৯ মে, ২০১৯, ১০:২৬ এএম says : 0
    ঈদের পরদিন রাত সাড়ে দশটায় উনি হাজির হবেন এটিএন বাংলায়! টাইমটা বলে দেওয়ার জন্য ধন্যবাদ , ঘুমাতে পারবো টিভি অফ করে।
    Total Reply(0) Reply
  • Azadur Rahman ১৯ মে, ২০১৯, ১০:২৭ এএম says : 0
    অপেক্ষায় আছি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ