প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউডের সেলিব্রিটিদের জন্য সাম্প্রতিক ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ফিল্মের বিশেষ স্ক্রিনিংয়ে অন্যান্যদের মত হুমা কুরেশি এবং সোহেল খান আর তার স্ত্রী সিমা খানও উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমে এসেছে সিমা আর হুমা পরস্পরকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে চলেছেন এই অনুষ্ঠানে। এর কারণ হিসেবে সংবাদে সোহেলের সঙ্গে হুমার একসময়ের সম্পর্ককে উল্লেখ করা হয়েছে। এই খবরটি সহজে হজম করতে পারেননি হুমা। তিনি সোশাল মিডিয়ার মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। তিনি লিখেছেন এর মাধ্যমে তাকে হেয় করা হয়েছে। কয়েক বছর আগে হুমা ছিলেন সেলিব্রিটি ক্রিকেট লিগে সোহেলের মালিকানাধীন ক্রিকেট দলের ফেইস অফ দ্য টিম। সেই সময়ই হুমা-সোহেলের সম্পর্ক নিয়ে গুজব রটে। একসময় হুমার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় তার স্থলাভিষিক্ত হন কৃতি সানোন। তা নিয়েও গুজব রটে যে হুমা-সোহেল সম্পর্কের কারণেই এই অদল বদল। সাম্প্রতিক স্ক্রিনিং অনুষ্ঠানে একটি ভিডিও ধারণ করা হয় যাতে নাকি সিমা-হুমার মাঝে বিরোধ স্পষ্ট ধরা পড়েছে, এর কারণও নাকি ২০১৫তে হুমা-সোহেলের সেই মাখামাখি। এসব কথা হুমা বিনা রণে ছেড়ে দেননি। তিনি সংবাদ মাধ্যমকে লক্ষ্য করে লিখেছেন : “আপনাদের ক্ষমা চাইতে হবে!! আপনাদের কোনও নীতি নেই, কোনও সততা নেই আর তা শুধু অভিনয়শিল্পীরা আপনাদের মত নির্বোধদের পাত্তা দেয় না বলে। আপনাদের মনে হতে পারে আমরা আপনাদের ভয় পাই। একেবারেই না।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।