Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ব্রিটনি স্পিয়ার্স আর পারফর্ম নাও করতে পারেন’

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ১৯ মে, ২০১৯, ১২:০৪ এএম

ব্রিটনি স্পিয়ার্সের দীর্ঘ কালের ম্যানেজার ল্যারি রুডল্ফ জানিয়েছেন গায়িকা ভবিষ্যতে আর পারফর্ম নাও করতে পারেন। ১৯৯৯ সালে ব্রিটনির প্রথম অ্যালবাম ‘বেবি, ওয়ান মোর টাইম’ রেকর্ড থেকে রুডল্ফ গায়িকাটির সঙ্গে আছেন, তিনি মনে করেন ব্রিটনি ‘শান্তিপূর্ণ, সুখী’ জীবন চাইছেন। “তার জীবনের দুই তৃতীয়াংশ আমি তার সঙ্গে আছি। আমি আমার কন্যাকে যেমন দেখি তাকেও সেরকম দেখি। বিষয়টি খুব আবেগযুক্ত এবং কঠিন। ব্যক্তিগতভাবে আমি চাই সে শান্তিপূর্ণ, সুখী জীবন খুঁজে পাক- তা তার জন্য যেমনই হোক। বিষয়টি আর তার ক্যারিয়ারে বাঁধা নেই – তার জীবন নিয়ে,” ব্রিটনির বাবার সাম্প্রতিক অসুস্থতার পর তার লাস ভেগাসের আবাসিক চুক্তি বাতিল করার পর রুডল্ফ বলেন। ব্রিটনি এক আদালতে বলেছিলেন তার বাবা জেমি স্পিয়ার্স তাকে মানসিক রোগের হাসপাতালে ভর্তি হতে এবং তার ইচ্ছার বিরুদ্ধে ওষুধ খেতে বাধ্য করেছিলেন। বাবার অসুস্থতার সময় ৩৭ বছর বয়সী গায়িকাটি ৩০ দিন মানসিক চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন। রুডল্ফ জানিয়েছেন লাস ভেগাসের আবাসিক পারফর্মেন্স চুক্তি বাতিল করার কারণ ব্রিটনি ‘নিজেকে সুস্থির আর মানসিক ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছিলেন’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ