প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
২২ বছর ধরে লেট নাইট শোয়ের সঞ্চালনা করছেন লেটারম্যান। তার জনপ্রিয়তার আরো অনেক কারণ রয়েছে। বর্তমানে তিনি নেটফ্লিক্সের একটি শো’য়ের সঞ্চালনা করবেন। যার নাম ‘মাই নেকস্ট গেস্ট নিডস নো ইনট্রোডাকসন উইথ ডেভিড লেটারম্যান’। নেটফ্লিক্স ছাড়াও ডেভিড লেটারম্যান সাক্ষাত্কার নিয়েছেন বারাক ওবামা, জর্জ ক্লুনি, মালালা ইউসুফজাই, জে-জেড, টিনা ফে ও হওয়ার্ড স্টের্নের। ২০০৫ সালে ঐশ্বর্য রাই বচ্চনের সাক্ষাত্কারও নিয়েছিলেন তিনি। এবার এই জনপ্রিয় সঞ্চালকের সাক্ষাৎকার নিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। সম্প্রতি শাহরুখ খান ডেভিড লেটারম্যানের সাক্ষাত্কার নিয়ে আপ্লুত হয়েছেন বলে জানা গিয়েছে। সেই সাক্ষাত্কারের কিছু কথা সম্প্রচারের আগেই দর্শকদের জানিয়ে দিলেন তিনি। বোধহয়, সম্প্রচার হওয়া অবধি স্বপ্ন পূরণের আনন্দ ধরে রাখতে পারেননি এ অভিনেতা।
গতকাল ছিল সেই সাক্ষাত্কার নেওয়ার দিন। আর শুটিং শেষ হতেই দর্শকদের সঙ্গে শেয়ার করে ফেললেন সাক্ষাত্কারের সিংহভাগ। ডেভিড লেটারম্যানের ক্যা্রিয়ার ও জীবনের নানা মূহুর্তের কথা জানতে পেরেছেন কিং খান। গুরু গম্ভীর আলোচনা থেকে হাসি ঠাট্টা সব রসদই রয়েছে এই সাক্ষাত্কারে।
ডেভিড লেটারম্যানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে শাহরুখ খান বলেন, ‘বছরের পর বছর আমি ডেভিড লেটারম্যানের লেট নাইট টক শো দেখে আসছি। ওনার সাক্ষাত্কার নেওয়ার ভক্ত আমি। গর্বিত ও রোমাঞ্চিত যে উনি আমার সঙ্গে ওনার গল্প শেয়ার করেছেন। এটা নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে সেটা আরও ভালো লাগছে। আগেও এই টিমের সঙ্গে কাজ করেছি এবং প্রত্যেকবার নতুন কিছু পেয়েছি।’
গত ১৬ মে দর্শকদের সামনে শুটিং হয়েছে এই বিশেষ সাক্ষাৎকারটির। এই চ্যাটে শাহরুখ খানের সঙ্গে গভীর আলোচনায় নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন লেটারম্যান। আরও মজার ব্যপার হলো লাইভ দর্শকের সামনে নেওয়া হয়েছে সাক্ষাত্কারটি। চ্যাটের পর বলিউড বাদশাকে নিয়ে লেটারম্যান বলেন, ‘সব থেকে আনন্দের বিষয় হল, আমাকে মানুষের সঙ্গে কথা বলাতে পেরে নেটফ্লিক্স খুশি। তবে চ্যাট চলাকালীন মনে হয়েছে, শাহরুখ এমন একজন স্মার্ট ও বিনয়ী মানুষ যার কাছ থেকে আমি শিখতে পারি। আর সেই তালিকায় শাহরুখ বরাবর উপরে থাকবে।’
এই সঞ্চালক আরও বলেন, ‘বিগত ২৫ বছর ধরে বলিউডের অবিচ্ছেদ অংশ শাহরুখ খান। বিশ্বজোড়া খ্যাতি তার ঝুলিতে। বর্তমানে বলিউডকে পৃথিবী চেনে, তার একটা বড় কারণ কিং খান।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।