Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

হাওয়াই যাচ্ছেন সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ মে, ২০১৯, ১২:১২ এএম

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডার জেনারেল রবার্ট বি ব্রাউনের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের হাওয়াই যাচ্ছেন। সেনাপ্রধান হাওয়াই’র হনলুলুতে ল্যান্ড ফোর্সেস অব দ্য প্যাসিফিক সিম্পোজিয়াম অ্যান্ড এক্সপোজিশন অনুষ্ঠানে অংশ নেবেন। গতকাল আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, ওই সিম্পোজিয়ামে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সমসাময়িক বিভিন্ন ইস্যু ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
এছাড়া, সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশের শীর্ষ স্থানীয় সামরিক কর্মকর্তাদের নিয়ে আয়োজিত প্যানেল আলোচনায় অংশ নেবেন ও বক্তব্য উপস্থাপন করবেন। এছাড়া অংশগ্রহণকারী দেশগুলোর শীর্ষ স্থানীয় সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং ২২ মে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ