বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদক নিয়ন্ত্রণে সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) ডিজিটাল ডিভাইস ‘কিয়স্ক’ এর মাধ্যমে দেশব্যাপী মাদকবিরোধী প্রচার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক পাচার বন্ধে সীমান্ত আইন কঠোর করা হচ্ছে। মাদকের জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। তাই আমরা সর্ব প্রকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদক নিয়ন্ত্রণ আইনকে আমরা যথোপযুক্ত করেছি। মাদক নিয়ন্ত্রণে আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। মাদকের ডিমান্ড বন্ধ করব। আর যারা মাদকাসক্ত হয়েছে, তাদের চিকিৎসাও চালিয়ে যাব। এতে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের নির্মিত মাদকবিরোধী বিভিন্ন শর্টফিল্ম, টিভিস, নাটক-নাটিকা, প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। মিয়ানমার সরকার প্রধানকেও আমরা বলেছি তাদের দেশ থেকে মাদক পাচার বন্ধ করার জন্য। তারা বলেছে, আমাদের ডিমান্ড কমিয়ে আনতে। কিয়স্ক নামক এই ডিজিটাল যন্ত্রের মাধ্যমে ২৪ ঘণ্টা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আপডেড জানতে পারবে। ডিএনসির মহাপরিচালক (ডিজি) মো. জামাল উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামানসহ ডিএনসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।