বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর শ্যামপুর, কাজলা, যাত্রাবাড়ি ও উত্তরার বিভিন্ন এলাকায় কয়েকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় বিভিন্ন অপরাধে ইগলু আইসক্রিমসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর দক্ষিণখান, উত্তরা পশ্চিম ও তুরাগ থানা এলাকায় রমজান উপলক্ষে বিশেষ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও পণ্যের মোড়কে মূল্য লেখা না থাকায় আট প্রতিষ্ঠানকে এক লাখ ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার এর সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগের কার্যালয় সহকারী পরিচালক আফরোজা রহমান এবং সহকারী পরিচালক আতিয়া সুলতানা।
সহকারী পরিচালক আফরোজা রহমান জানান, গতকাল মঙ্গলবার দক্ষিণখান, উত্তরা পশ্চিম ও তুরাগ থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণের অপরাধে আমির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার, তানিয়া বেকারিকে ৫০ হাজার, একতা বেকারিকে ২৫ হাজার, হিমালয় রেস্টুরেন্টকে ৩০ হাজার ও খাজানা রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব ঘরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যেও মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে বাজাজ ফ্রুটসকে ২ হাজার, উত্তরা ফ্রুটসকে ২ হাজার ও সাব্বির ফ্রুটসকে ২ হাজার টাকাসহ আট প্রতিষ্ঠানকে এক লাখ ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)- ১ এর সদস্যরা।
এদিকে রাজধানীর শ্যামপুরে আব্দুল মোনেম লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান ইগলু আইসক্রিমের ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ।
এছাড়াও গতকার মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ি এলাকার কাজলার উত্তরপাড়ায় দাঁতের যত্মে ব্যবহার কারা হয় এমন বিভিন্ন পণ্যের এক উৎপাদন কারখানায় অভিযান চালায় বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং টিম। ‘ইভা অ্যান্ড মুকা প্রাইভেট কোম্পানিতে লিমিটেড’ নামক ঐ প্রতিষ্ঠানটি পান্ডা ব্র্যান্ডের দাঁত মাজার পাউডার, টুথপেস্ট, টেলকম পাউডার এবং রং ফর্সাকারী ক্রিম প্রস্তুত ও বাজারজাত করে। অনিয়মের কারণে কারখানার ইকবাল বাহারকে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যামান আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।