Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তরপত্রে ঘষামাজা আইডিয়াল স্কুলের প্রিন্সিপালকে শোকজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ মে, ২০১৯, ১২:০৬ এএম

দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার উত্তরপত্র ঘষামাজা করে নম্বর দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল শাহান আরা বেগমকে কারণ দর্শাতে বলেছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গত সোমবার ‘শিক্ষার্থীদের ভুল উত্তর রাবার দিয়ে মুছে শুদ্ধ উত্তর লিখে নম্বর প্রদানের অভিযোগ’ শীর্ষক এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে এ বিষয়ে নির্দেশনা দেয়। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ঢাকার মতিঝিল, মুগদা ও বনশ্রীতে শাখা পরিচালনা করছে। গতবছর এ প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার ভুল উত্তর রাবার দিয়ে মুছে নতুন করে তা লিখে দিয়ে নম্বর দেওয়ার অভিযোগ উঠে। মাউশি মহাপরিচালককে পাঠানো চিঠিতে বলা হয়, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল, মুগদা ও বনশ্রী শাখায় ২০১৮ সালে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষার উত্তরপত্রে ঘষামাজা সংক্রান্ত অভিযোগের প্রমাণ পাওয়া গেছে তদন্তে। এ কারণে অধ্যক্ষের বেতন-ভাতা কেন বন্ধ করা হবে না তার ব্যাখ্যা প্রিন্সিপাল কাছে চাওয়া হয়েছে চিঠিতে। আর মাউশির মহাপরিচালককে ১৫ দিনের মধ্যে এ বিষয়ে সুস্পষ্ট মতামত জানাতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ