Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পল্লবীতে লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ মে, ২০১৯, ১২:০৬ এএম

রাজধানীর পল্লবীতে মুসলিম দেওয়ান (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে তার মৃত্যু নিয়ে রহস্যের তৈরি হয়েছে। গতকাল মঙ্গবার বেলা ১১টার দিকে পল্লবীর আলোকদী দেওয়ান পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) এমরানুল হক বলেন, মৃত মুসলমি দেওয়ান স্ত্রী ও সন্তানদের নিয়ে আলোকদী দেওয়ান পাড়া এলাকায় থাকতেন। পরিবারের তথ্যের ভিত্তিতে বাসায় গিয়ে তাকে খাটে ওপর শোয়া অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। পরিবারে দাবি, মুসলিম দেওয়ান গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পুলিশের ভাষ্য, মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। তবে গলায় দাগ ছিলো। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ