বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কারাবন্দিদের জীবনমান উন্নয়নে কারাবন্দি পুরুষ, মহিলা ও শিশুদের জন্য ৫শ’টি সিলিং ফ্যান এবং ৫০টি এলইডি টেলিভিশন প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন কারাগারে এসব সামগ্রী কারাবন্দিদের হাতে তুলে দেন। মেয়র নাছির বলেন, কারাগার শুধু শাস্তির জায়গা নয়, সংশোধনের জায়গাও।
কারাগারকে বন্দিরা সংশোধনাগার মনে করলে পরবর্তীতে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ রয়েছে। মেয়র কারাবন্দিদেরকে জেল কোড যথাযথ অনুসরণ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন চসিক সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভিন জেসি, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাছির আহমেদ, সিনিয়র জেল সুপার মো. কামাল হোসেন, বেসরকারি কারা পরিদর্শক মোহাম্মদ আবদুল হান্নান প্রমুখ।
চসিকের ভ্রাম্যমাণ আদালত :সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া আখতারের নেতৃত্বে গতকাল মহানগর এলাকায় পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে বায়েজিদের বাংলাবাজার এলাকায় ৫০টি ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়া ২৮টি দোকান থেকে ৫ হাজার টাকা করে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।