Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেগম আশ্রাফুন্নেসার আজ প্রথম মৃত্যুবার্ষিকী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ১২:০২ এএম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের রত্মগর্ভা মা বেগম আশ্রাফুন্নেসা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালে ১৫ মে তিনি ইন্তেকাল করেন। এ উপলক্ষে দুদিন ব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে। গতকাল শরীয়তপুরের নড়িয়া শহীদ মিনারে বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
আজ সকাল সাড়ে ৫টায় বেগম আশ্রাফুন্নেসা’র কবর জিয়ারত ও শ্রদ্ধার্ঘ অর্পন করা হবে। সকাল নয়টায় সখিপুরের চরভাগায় বেগম আশ্রাফুন্নেসা হাশেম হাসপাতালে ‘বেগম আশ্রাফুন্নেসা’ ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। বিকাল ৫টায় নিজ বাড়ী পাইকবাড়ী জামে মসজিদে আয়োজিত মিলাদ ও ইফতারের আয়োজন করা হয়েছে। এছাড়াও নড়িয়া ও সখিপুরের প্রতিটি মসজিদ ও মাদ্রাসায় বাদ আসর মিলাদ ও মাগরিবে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছে।
রত্মগর্ভা মা বেগম আশ্রাফুন্নেসার বড় ছেলে পানি সম্পদ মন্ত্রণালয়ে উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। মেঝ ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত বিগ্রেডিয়ার জেনারেল আমিনুল হক। ছোট ছেলে ডা. আশ্রাফুল হক সিয়াম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক এবং কার্ডিয়াক সার্জারি বিভাগের ইউনিট-৯ এর চিফ। একমাত্র মেয়ে শামীম আরা হক কাকলী পদস্ত ব্যাংক কর্মকতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ