Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের পানি আগ্রাসনে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃিদ্ধ পেয়েছে

নেজামে ইসলাম পার্টি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ১২:০২ এএম

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী এক বিবৃতিতে দেশের বর্তমান তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃিদ্ধর জন্যে অন্যান্যের মধ্যে ভারতের পানি আগ্রাসনকে দায়ী করেছেন। তিনি বলেন, ভারত অভিন্ন ৫৪টি নদীর মধ্যে ৩৮টির উজানে ড্যাম, ব্যারেজ ও গ্রোয়েন নির্মাণ করে একতরফা পানি প্রত্যাহারের ফলে একদিকে সমুদ্রের লোনা পানি ধীরে ধীরে বালাদেশের অভ্যন্তরে পবেশ করছে। অপর দিকে পাতাল পানি রিচার্জ না হওয়ায় পানির স্তর ধীরে ধীরে নীচে নেমে পড়ায় মাটির আদ্রতা কমে যাওয়ায় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

বিবৃতিতে তিনি আরো বলেন, ভারত এক তরফা পানি প্রত্যাহার করায় উজানের পানি সমুদ্রের লোনা পানিকে বাঁধা দিতে পারছে না। পাতাল রিচার্জ করতে প্রয়োজনীয় পানি না পাওয়ায় বাংলাদেশে তাপমাত্রা বদ্ধি পাচ্ছে। ফলে রাজধানী ঢাকায় ও পানি সঙ্কট দেখা দিচ্ছে। এ অবস্থা চলতে থাকলে সমুদ্রের লবনাক্ততা দেশের অভ্যন্তরে প্রবেশ করে জমির উর্বরতা কমে কষি উৎপাদন হ্রাস পাবে, মৎস্য সম্পদ বিলুপ্ত হবে, পরিবেশ ও জীববৈচিত্র বিনষ্ট হবে। পানির স্তর কমে যাওয়ায় আর্সেনিক সমস্যা দেখা দিচ্ছে। ফলে বিশুদ্ধ পানির অভাব এবং নৌযোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ