Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জননিরাপত্তায় নিরলস কাজ করছে পুলিশ

ইফতার মাহফিলে সিএমপি কমিশনার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ১২:০৩ এএম


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান বলেছেন, ৭০ লাখ নগরবাসীর নিরাপত্তায় নিরলস পরিশ্রম করছে পুলিশ বাহিনী। পবিত্র রমজানে রোজাদারদের স্বস্তি দিতে যানজট নিরসনসহ বেশকিছু উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি। গতকাল মঙ্গলবার সিএমপির আয়োজনে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক ইফতার মাহফিলে একথা বলেন পুলিশ কমিশনার। তিনি মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানিয়ে জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের কাজে সবাইকে সহযোগিতার আহŸান জানান।
সিটি মেয়র আ জ ম নাসির উদ্দীন, সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম, পুলিশ সুপার নূরে আলম মিনা, এপিবিএন-এর কমান্ড্যান্ট মাহবুব রশীদ, চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, সিএমপির উপ-পুলিশ কমিশনার (পূর্ব) মেহেদী হাসান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোস্তাইন হোসেনসহ সিএমপি ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাগণ ছাড়াও নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ মাহফিলে শরিক হন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ