Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউটিউব চ্যানেল খুলল মাইম আর্ট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ১২:০৩ এএম

বাংলাদেশের মূকাভিনয় শিল্পের অন্যতম সংগঠন মাইম আর্ট এবার তাদের নিজেদের ইউটিউব চ্যানেল খুলেছে। দলের নামেই চ্যানেলটির নাম মাইম আর্ট। বর্তমানে এ চ্যানেলে বেশ কয়েকটি মূকাভিনয় রিলিজ করা হয়েছে। যার মধ্যে রয়েছে নিথর মাহবুবের একক মূকাভিনয়, মাইম আর্টের জনপ্রিয় প্রযোজনা ‘যেমন কর্ম তেমন ফল’ এর কয়েকটি পর্ব, পোলান সরকারকে নিয়ে ‘সাদা মনের মানুষ’, নারী নির্যাতন নিয়ে ‘স্টপ ভায়োলেন্স’, বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে নিয়ে ‘জাগ্রত বাংলা’, ভূমিকম্প নিয়ে ‘ভূমিকম্পের সতর্কতা’ ইত্যাদি মূকাভিনয় প্রযোজনা। এছাড়াও আছে মাইম সম্পর্কে আন্তর্জাতিক ক্ষ্যাতি সম্পন্ন মাইম শিল্পী পার্থ প্রতিম মজুমদারের প্রায় ২০ মিনিটের একটি বক্তব্য। মাইম আর্টের প্রতিষ্ঠাতা নিথর মাহবুব বলেন, ‘মঞ্চ টিভির পাশাপাশি এখন ইউটিউবের দর্শকও অনেক। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে মাইম আর্ট ইউটিউবে পথ চলা শুরু করল। সবার সহযোগিতা কামনা করছি। ১১টি আইটেম রিলিজিরে মাধ্যমে আমরা চ্যানেলটির যাত্রা শুরু করেছি। সামনে অনেক নতুন নতুন আইটেম আসবে। এছাড়াও মূকাভিনয় শিখতে আগ্রহী নতুন প্রজন্মের জন্য এখানে আমরা মাইমের ওপর টিউটোরিয়াল আপলোড করব শীঘ্রই। দেশের মূকাভিনয় শিল্পের বিকাশের সার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার কাছে। উল্লেখ্য, গত শতকের ’৭০-এর দশকে পার্থ প্রতিম মজুমদারের হাত ধরে বাংলাদেশে মূকাভিনয়ের সূচনা হলেও মাইম আর্টের প্রচেষ্টায় বাংলাদেশে মাইম শিল্পের বিস্তার ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ