প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলচ্চিত্র ও ডজিটিাল দুই মাধ্যমেই কিয়ারা আডবানির জনপ্রিয়তা। পাঁচ বছর আগে ‘ফাগলি’ দিয়ে বলিউডে তার অভিষেক হয় এর পরের বছরই মুক্তি পায় ‘এম. এস. ধোনি : দি আনটোল্ড স্টোরি’। বলা যায় নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘লাস্ট স্টোরিজ’ দিয়ে তিনি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে ফেলেন। এরপর থেকে তার চলার আর বিরাম নেই। নতুন খ্যাতিকে কাজে লাগিয়ে একের পর এক প্রজেক্টে সই করে যাচ্ছেন তিনি। তবে, খ্যাতির যেমন ভাল দিক আছে তেমনি মন্দও আছে। অনলাইন বিদ্রুপ আর সমালোচনা মোকাবেলা করতে হচ্ছে তাকে নিয়ত। যেমন স¤প্রতি তাকে সোশাল মিডিয়াতে বিদ্রুপ করা হয় তিনি বিতর্কিত ওষুধ বোটক্স ব্যবহার করেন। উলেখ্য বোটক্স হল ব্যাক্টেরিয়ার টক্সিন থেকে তৈরি একধরনের ইনজেকশন যা মুখমন্ডলের বলিরেখা দূর করার জন্য ব্যবহার করা হয়। কিয়ারা সম্প্রতি আনায়তা শ্রফ আদাজানিয়ার ‘ফিট আপ উইথ দ্য স্টার্স-সিজন টু’ অনুষ্ঠানে তিনি এই গুজব সম্পর্কে বলেন, “আমার মনে পড়ে এক ক্লোদিং লাইনের লঞ্চ অনুষ্ঠানে ছিলাম। আমি ভাল মেক-আপ নিতে পারি বলে নিজের মেক-আপ নিজেই নিয়েছিলাম। কিন্তু সেদিন এলোমেলো করে ফেলেছিলাম, বিশেষ করে আমার চিক বোন (গালের হাড়) বেশি স্পষ্ট হয়ে উঠেছিল,” কিয়ারা বলেন, “আমার চিক বোন উঁচু বলে বা হাইলাইটারের কারণে সবাই বলতে শুরু করে আমি বোটক্স ব্যবহার করেছি। এরপর আমার মনে হতে থাকে আমার চেহারাই বদলে গেছে।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।