Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে মৃণাল সেনের ৯৬তম জন্মবার্ষিকী উদযাপিত

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৯, ৪:২৪ পিএম

উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের ৯৬তম জন্ম জয়ন্তী ফরিদপুরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে ফরিদপুরের ঝিলটুলিতে মৃণাল সেনের পৈত্রিক ভিটা সংলগ্ন মেজবান পার্ঠি সেন্টারে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে দুই বাংলার সাংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।

“উঠোন” সাহিত্য পত্রিকার ও পৌরসভার সাবেক কাউন্সিলর খোরশেদ আলম চৌধুরীর পরিবারবর্গেন আযোজনে আলোচনাসভায় ভারত থেকে আসা মৃণাল সেনের পরবারের সদস্য ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

লেখক মফিজ ইমাম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু। এসময় মৃণাল সেনের ভ্রাতুস্পুত্র পার্থ প্রতিম সেনও ভ্রাতুষ্পুত্রী শুক্লা সেন, নবনীতা সেন ও ড. বিপ্লব বালা উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিক বেলাল চৌধুরী, নারী নেত্রী অঞ্জলী বালা প্রমূখ স্মৃতিচারনমূলক আলোচনায় অংশ নেন।

পরে নবনির্মিত স্মৃতি ফলকের উদ্বোধন করেন অতিথিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জন্মবার্ষিকী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ