Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জে সাঁওতাল তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা, আটক ৩

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৯, ৩:১৪ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কামদিয়া ইউনিয়নের তেঘড়া (লালোপাড়া) গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাঁওতাল সম্প্রদায়ের এক যুবতী (১৬) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা কামদিয়া ইউনিয়নের তেঘড়া (লালোপাড়া) গ্রামের সুশীল মুরমু ও তার স্ত্রী তারা মনি সরেন কৃষি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে। জীবিকার তাগিদে তারা প্রতিদিন সকালে মাঠে কৃষিকাজ করতে গেলে বাড়ীতে তাদের ১৬বছর বয়সী মেয়ে একাই থাকতো। ঘটনার দিন সোমবার সকাল ৮টার দিকে সুশীল মুরমু ও তারা মনি সরেন দম্পতি ধান কাটার কাজে যায়। ওই যুবতী বাড়িতে একা থাকার সুযোগে একই গ্রামের সাখাওয়াত হোসেনের বখাটে পুত্র রনি মিয়া (২২), শ্রী সরকার মুরমুর পুত্র শ্রী সনাতন মরমু (১৮) এবং কনিয়া টেকর (ভেউর) গ্রামের মৃত শাহারুল আলমের পুত্র জেহাদ(২৫) পূর্ব পরিকল্পিতভাবে মোটর সাইকেল যোগে সুশীল মুরমু’র বাড়ীর সামনে যায়। এর পর দুই যুবক পানি খাওয়ার অজুহাতে বাড়ির ভিতর অনুপ্রবেশ করে রান্নার কাজে থাকা ওই যুবতীর কাছে এক গ্লাস পানি চায়। অপর যুবক মটরসাইকেল সহ বাড়ীর সামনে দাড়িয়ে থাকে। সহজ সরল সাঁওতাল যুবতী বখাটেদের কুপ্রবিত্তি বুঝতে না পেরে তাদের পানি খাওয়াতে গেলে যুবকরা তাকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে পরিধেয় বস্ত্র ছিড়ে ফেলে। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা দ্রুত মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। এঘটনায় নির্যাতিত তরুনীর পিতা সুশীল মুরমু সোমবার রাতে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সাঁওতাল মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মামলা গ্রহন করেছে। এবং রাতেই অভিযান চালিয়ে ওই তিন যুবককে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ