বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেলপথ ঢাকা-পঞ্চগড় রুটে নতুন ট্রেন চালু হচ্ছে। আগামী ২৬ মে এই ট্রেন উদ্বোধন করা হবে। ট্রেনটি সেমি ননস্টপ হিসেবে চলবে। বিরতিহীন এই ট্রেন ঢাকা থেকে বিরতিহীনভাবে চলে পার্বতীপুর থেকে থেকে তিনটি স্টেশনে থেমে পঞ্চগড় পৌঁছাবে। তিনটি স্টেশনে হল দিনাজপুর, ও ঠাকুরগাঁও এবং পঞ্চগড়। রেল ভবনের একটি সূত্র জানিয়েছে, এখনো ট্রেনটির নাম ঠিক করা হয়নি। তবে সম্ভাব্য নাম হতে পারে হিমালয় এক্সপ্রেস বা বাংলাবান্ধা এক্সপ্রেস।
ইন্দোনেশিয়া থেকে আমদানী করা বিলাসবহুল কোচ দিয়ে চলবে ট্রেনটি। বিলাসবহুল কোচে সংযুক্ত রয়েছে উড়োজাহাজের মতো বায়োটয়লেট। এ কারণে মলমূত্র আর রেললাইনের ওপরে পড়বে না। ট্রেনটিতে থাকছে রিক্লেনার চেয়ার। থাকবে ওয়াইফাই সুবিধা। প্রতিটি কোচে থাকবে এলইডি ডিসপ্লে। যার মাধ্যমে স্টেশন ও ভ্রমণের তথ্য প্রদর্শন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।