বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার আগে জনগণকে মূল্যতালিকা দেখে নেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। গতকাল সোমবার বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে কি-না তা যাচাই করতে উত্তরা-৬ নম্বর সেক্টর কাঁচাবাজারে আকস্মিক পরিদর্শন যান তিনি। পরিদর্শনকালে মেয়র গোশতের দোকান, মুদি দোকান ও কাঁচাবাজারে গিয়ে মূল্যতালিকা প্রকাশ্যে রাখা আছে কি-না এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করছে কি-না যাচাই করেন।
এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অভিযোগে দুটি মুদি দোকানকে ১৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এছাড়া ফুটপাত দখল করে ব্যবসা করায় দুজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে ৮০ টাকা দরে কাঁচামরিচ বিক্রি করায় ডিএনসিসির অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার ১৫ হাজার টাকা জরিমানা করেন এক দোকানিকে। অথচ গতকাল নির্ধারিত মূল্য ছিল ৪২ টাকা। এছাড়া দুইটি দোকানে বিভিন্ন পণ্যের লেভেল না থাকায় ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিদর্শন শেষে মেয়র বলেন, নির্ধারিত মূল্যের অতিরিক্ত নেয়া হলে অসাধু ব্যবসায়ীদের আইন অনুযায়ী জেল ও জরিমানা করা হবে। বাজারে সব পণ্যের যথেষ্ট সরবরাহ রয়েছে। অতি মুনাফালোভী ব্যবসায়ীদের বিবেক জাগ্রত হোক। তিনি পর্যায়ক্রমে ডিএনসিসির অন্যান্য বাজারও পরিদর্শন করবেন বলে জানান।
উত্তরা-৬ নম্বর সেক্টর কাঁচাবাজার পরিদর্শনের আগে মেয়র উত্তরার শাহজালাল এভিনিউ হয়ে রাজউক কলেজ রোডে যান। সেখানে রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আইনগত ব্যবস্থা নিতে বলেন। মেয়র বলেন, ফুটপাত ও রাস্তা অবশ্যই দখলমুক্ত থাকতে হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার ৩০টি অস্থায়ী দোকান রাস্তা ও ফুটপাত থেকে উচ্ছেদ করেন।
মেয়রের পরিদর্শন শেষে ম্যাজিস্টেট সাজিদ আনোয়ার ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রাখেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, সংরক্ষিত আসনের কাউন্সিলর জাকিয়া সুলতানা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।