বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দরিদ্রদের কল্যাণে জাকাত প্রদানে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে দরিদ্র জনগণ উপকৃত হবে। জাকাতের অর্থ দিয়ে সমাজের একটি টার্গেট গ্রুপকে স্বাবলম্বী করা সম্ভব। আমাদের সকলের উচিৎ অসহায় দরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো।
গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে বাংলাদেশ রোগী কল্যাণ সমিতি, আয়োজিত দুই দিনব্যাপী রোগী কল্যাণে সমাজসেবায় বিশেষ জাকাত মেলার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) গাজী মো. নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ।
তিনি বলেন, সমাজের সামর্থবান মানুষকে যাকাতের অর্থ প্রকৃত সুবিধা বঞ্চিতদের কল্যাণে ব্যয়ে উৎসাহী করতে এ মেলার আয়োজন করা হয়েছে। এ মেলার মাধ্যমে প্রদেয় যাকাতের অর্থ প্রতিবন্ধী, অসহায় ও দুঃস্থ রোগীদের সেবায় ব্যবহার করা হবে। এ মেলার মাধ্যমে মানুষজনের মধ্যে যাকাত প্রদানের আগ্রহ বৃদ্ধি পাবে। সমাজসেবা অধিদপ্তরের বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠান। বর্তমানে এ প্রতিষ্ঠানের মাধ্যমে ৫২০টি সেবা জনগণ পেয়ে থাকে। আগামী বছরের মধ্যে ৬০০ ধরনের সেবা প্রদানের লক্ষে প্রতিষ্ঠানটি কাজ করছে। প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, আমরা চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে কোনো মানুষ অসহায়ভাবে জীবনযাপন করবে না। সরকারের পাশাপাশি সমার্থবানরাও তাদের সাধ্যমত অসহায় মানবতার পাশে দাঁড়াবে। মেলায় মোট ২৮টি হাসপাতালের রোগী কল্যাণ ইউনিট অংশগ্রহণ করে। মেলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান আনুমানিক এক কোটি টাকা যাকাতের অর্থ প্রদান করেন।
##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।