বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রায় পনেরো মাস ধরে কারাগারে বন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন রণাঙ্গনের ১৩৭ জন মুক্তিযোদ্ধা। গতকাল (সোমবার) এক বিবৃতিতে তারা বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বাংলাদেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়াকে একটি মামলায় সাজা দিয়ে অন্ধকার, পরিত্যক্ত কারা প্রকোষ্ঠে প্রায় পনেরো মাস ধরে বন্দি রাখা হয়েছে। মামলাটি জামিনযোগ্য হওয়া সত্বেও তাকে জামিন না দিয়ে তার প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে। গুরুতর অসুস্থ থাকার পরও তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রাষ্ট্র নিষ্ঠুর আচরণ করছে। আমরা মানবিক কারণে দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার জামিনে মুক্তির দাবি জানাচ্ছি।
বিবৃতিদাতাদের উল্লেখযোগ্য হলেন- ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), ব্যারিস্টার শাহজাহান ওমর, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), ডা. জাফরুল্লাহ চৌধুরী, মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক), কর্নেল (অব.) মনীষ দেওয়ান, লেফট্যানেন্ট কর্নেল (অব.) জয়নুল আবেদিন, মেজর (অব.) মুনিবুর রহমান, মিজানুর রহমান, ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, হাজী আবুল হোসেন, মিজানুর রহমান খান (বীর প্রতীক), আজিজুল হক লেবু কাজী, মোজাফফর হোসেন, মোকসেদ আলী মঙ্গোলিয়া, হাজী মনসুর আলী সরকার, প্রকৌশলী নজরুল ইসলাম, আব্দুল হালিম, আব্দুর রাজ্জাক, চৌধুরী আবু তালেব, মো. কামাল উদ্দীন, নজরুল ইসলাম খোকা, সাজেদুর রহমান বাবুল, এইচ আর সিদ্দিকী সাজু, শহীদ বাবলু, মনিরুল ইসলাম ইউসুফ, মো. মালেক খান, কাজী নাছির আহমেদ, মোস্তফা সাহাবুদ্দিন রেজা, মো. কুতুব উদ্দিন, মো. জোয়াদুর রসুল বাবু, আবু বকর সিদ্দিকী, গোলাম মোস্তফা, জহুরুল আলম তরফদার রুকু, এম এ বারী, মো. আবুল কাশেম সিকদার, আব্দুস সামাদ মোল্লা, মো. আক্তার হোসেন, রফীকুল ইসলাম, মো. মহসীন আলী খান, আব্দুল মান্নান, আব্দুল হাকিম, মো. মহিউদ্দিন আহমেদ শাহজাহান, মো. নূর আহমেদ, আব্দুল কাদের, আব্দুল আহাদ, মো. হানিফ আকন্দ, মো. আব্দুল জব্বার, কাজী আমিনুর রহমান, হাজী হোসেন আলী, নূর ই আলম, মো. হারেছ মিয়া, অধ্যাপক রফিকুল ইসলাম, মো. নূরুল আমিন, মো. আশরাফুল আলম মিয়া, সিরাজুল ইসলাম পাটোয়ারী, মোশারফ হোসেন, মহসীন উদ্দীন দুলাল, রফিকুল ইসলাম, হারুন অর রশিদ, এস এম কামাল উদ্দীন, শেখ আবু হানিফ, মো. নূরুল ইসলাম, ফজল বারেক, মো. দেলোয়ার হোসেন, মো. আবুল মনসুর, শামসুল হক মাহবুর, আহসান হাবিব মজনু, মো. হারিজ মিয়া, মো. জাহাঙ্গীর কবির, মো. ফিরোজ জামান, আনিস খান, আব্দুল লতিফ, সুলতান আলম মল্লিক, গোলাম মোহাম্মদ, মো. জহির উদ্দিন তালুকদার অন্যতম। ###
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।