বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিরলে পুলিশের মামলার আসামিকে থানা গেট থেকে র্যাব-১৩ এর সাদা পোষাকধারি একটি দল ছোঁ মেরে নিয়ে যাওয়ার ঘটনায় দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। র্যাবের নিয়ে যাওয়া কিশোর পুলিশের মামলার আসামি উপজেলার কাজীপাড়া শিমুলতোলা গ্রামের নওশেদ আলীর পুত্র আরিফুল ইসলাম (১৬)। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধন ২০০৩) এর ৯(১) ধারায় বিরল থানায় একটি চাঞ্চল্যকর মামলা নং ৭/১০৮ গত বুধবার (৮মে) রুজু হয়। মামলার পর থেকেই আরিফুল পলাতক ছিল। গত রোববার রাত সোয়া ৮ টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আজম আসামি আরিফুলকে পুলিশে সোপর্দ করার জন্য থানার উদ্দেশ্যে নিয়ে আসে। বিরল থানার মূল ফটকের সামনে আসামি গ্রহন করার জন্য আগে থেকে প্রস্তুত ছিলেন, মামলার আইও এসআই আব্দুল কাদের। আসামি বহনকারি মটর সাইকেল মূল ফটক দিয়ে থানায় প্রবেশ করবে ঠিক সে সময় চালককে ধাক্কা মেরে ফেলে আরিফুলকে র্যাবের সাদা পোষাকধারি একটি দল ছোঁ মেরে নিয়ে যায়। থানা মসজিদে আসা প্রত্যক্ষদর্শী অনেক মুসুল্লীর সামনে পুলিশের আসামি ছোঁ মেরে র্যাব সদস্যরা নিয়ে যাওয়ার ঘটনাটি দ্রæত ছড়িয়ে পড়ায় তা ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়। সাদা পোষাকধারি র্যাব সদস্যরা সকলে র্যাব-১৩’র বলে বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে।
রানীপুকুর ইউপি চেয়ারম্যান ফারুক আজম জানান, নওশেদের দেয়া তথ্য অনুযায়ি তার পুত্র বিরল থানার নারী ও শিশু নির্যাতন মামলার আসামি আরিফুলকে উদ্ধার করে থানা পুলিশের নিকট সোপর্দ করার জন্য নিয়ে আসি। এ সময় আমি ও মামলার আইও এসআই আব্দুল কাদেরসহ র্যাব সদস্যদের আরফিুলকে নিতে বাধা দিয়েছি, অনুরোধ করেছি। কিন্তু পরে কথা হবে বলে তারা চলে যায়।
মামলার আইও বিরল থানার এসআই আব্দুল কাদের জানান, থানার অফিসার ইনচার্জ স্যারের নির্দেশ ও পরামর্শক্রমে আমি আসামি আরিফুলকে গ্রহন করার জন্য পূর্ব থেকে থানা গেটে অপেক্ষা করতে থাকি । স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আজমসহ মটর সাইকেল যোগে আরিফুলকে থানা গেটের সামনে নিয়ে এলে র্যাব সদস্যরা ছোঁ মেরে আরিফুলকে নিয়ে যায়। বাঁধা দিয়েছি। তারা শুনে নাই।
বিরল থানার অফিসার ইনচার্জ এ টি এম গোলাম রসুল জানান, গত বধুবার (৮ মে) দুপুর ১ টার দিকে রাণীপুকুর ইউপি’র কাজিপাড়া এলাকার ১ম শ্রেনীর এক ছাত্রী বাড়ির পাশে তুলাই নদীর ঘাগরাগাছি ঘাট এলাকার নির্জন ভুট্টা ক্ষেতে যৌন নির্যাতনের শিকার হয়। এ ঘটনায় ঐদিন রাতে ভিকটিমের মা বাদি হয়ে উপজেলার কাজীপাড়া শিমুলতোলা গ্রামের নওশেদ আলীর পুত্র আরিফুল ইসলাম (১৬) কে আসামি করে বিরল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধন ২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা নং ৭/১০৮ দায়ের করে। বিষয়টি দারুণ আলোচিত হবার কারণে আসামি গ্রেফতারের জন্য আমরা তৎপর হয়ে পড়ি। কিন্তু আসামী পলাতক থাকায় সম্ভব হয়নি। পরবর্তীতে আমি দিনাজপুর পুলিশ সুপার স্যারের নির্দেশ ও পরামর্শক্রমে পলাতক আরিফুলের পিতা নওশেদকে থানায় নিয়ে এসে আমরা তাকে বুঝাতে সক্ষম হই। তিনি বলেন, আইনি প্রক্রিয়া ছাড়া এভাবে এক প্রশাসন বাহিনীর আসামী অপর প্রশাসন বাহিনীর লোকজন নিয়ে যেতে পারে কিনা সেটা আমার জানা নেই। ঘটনার পর রাতে দিনাজপুর র্যাব-১৩ সূত্রে জানা যায়, থানা গেটের সামনে থেকে নয়, রেল গেটের সামনে থেকে আরিফুলকে আটক করা হয়েছে। বাকি সব তথ্য সোমবার (১৩ মে) রংপুরে প্রেস ব্রিফিং-এ জানানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।