Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় পুলিশ সোর্সকে কুপিয়ে হত্যা

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৯, ১২:০৪ এএম

খুলনার দিঘলিয়ায় খলিলুর রহমান মোল্লা (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত আড়াইটার দিকে জেলার দিঘলিয়া উপজেলার দেয়াড়ার ওয়াপদা বেড়িবাঁধে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান। নিহত খলিলুর রহমান মোল্লা দিঘলিয়ার দেয়াড়া গ্রামের ওমর মোল্লার ছেলে।
দিঘলিয়া থানার সাব ইন্সপেক্টর ইমরান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপজেলার দেয়াড়া কলোনি বেড়িবাঁধ থেকে তিনি রাত আড়াইটার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় কতিপয় দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি সোমবার সকালে মারা যান। নিহতের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত খলিলুর রহমান মোল্লা পুলিশ সোর্স ছিলেন। বিভিন্ন তথ্য দিয়ে তিনি পুলিশকে সহায়তা করতেন। তিনি নিজেও একটি মামলার আসামি ছিলেন। তবে, তাকে হত্যার কারণ জানা যায়নি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ