Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৯, ১২:০৪ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। রোববার দিবাগত রাত পৌনে ১টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে উপজেলার হারুয়া বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. মোস্তফা (৩০)। তিনি উপজেলার খুলিয়াটি গ্রামের বাসিন্দা।
সোমবার সকালে ঈশ্বরগঞ্জ থানার ওসি আহাদ কবির জানান, রোববার রাতে পুলিশ হারুয়া বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা পাঁচটি গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে মোস্তফা গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ