Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশ-ফেরতদের তথ্য সংগ্রহের উদ্যোগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৯, ১২:০৪ এএম


 বিদেশ ফেরতদের তথ্য সংগ্রহ করার উদ্যোগ নিচ্ছে সরকার। এ জন্য দুই লাখ ডলার অর্থ সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব সুলতানা আফরোজ এবং আইওএম এর ডেপুটি ও মিশন চীফ স্যারন ডিমান্স। কারিগরি সহায়তার এ প্রকল্পটি চলতি মাস থেকে ২০২১ সালের মার্চের মধ্যে বাস্তবায়ন করবে আইওএম। স্যারন ডিমান্স বলেন, বাংলাদেশ থেকে মাঝে মাঝেই কিছু সংখ্যক অভিবাসন প্রত্যাশী মানুষ অনিয়মিত চ্যানেলের মাধ্যমে বিদেশে যান, যা খুব ঝুঁকিপূর্ণ এবং ব্যয় সাপেক্ষ। গরীব অভিবাসন প্রত্যাশী মানুষ সাধারণত: স্থানীয় মহাজন শ্রেণীর লোকের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে দালালের মাধ্যমে বিদেশে যান। গন্তব্য দেশে যাওয়ার পর নানাবিধ আইনী জটিলতায় পড়ে অনেক সময় এসব লোক নিঃস্ব হয়ে দেশে ফেরত আসে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ