প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আগামী ঈদে অভিনেতা চঞ্চল চৌধুরীর সাতটি সাত পর্বের ধারাবাহিক নাটক ও প্রায় দেড় ডজন নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। চঞ্চল বলেন, আমি আসলে আমার পরিচিত নাট্যকার-পরিচালকদের নাটকেই বেশি কাজ করি। গত ১০-১৫ বছর ধরে যাদের সঙ্গে কাজ করে আসছি তাদেরই বিশেষ নাটক নিয়েই এবারের ঈদে থাকছি। নাটকের সংখ্যা এখনও পুরোপুরি চ‚ড়ান্ত নয়। অনেক সময় ঈদের জন্য নির্মিত হলেও চ্যানেল সিডিউল পাওয়া যায় না। তবে আশা করা যায়, ১৫-২০টি নাটক ঈদে আসবে। চঞ্চল জানান, বৃন্দাবন দাসের লেখা বেশ কয়েকটি নাটকে অভিনয় করছেন। পরিচালকদের মধ্যে আছেন সাগর জাহান, মাসুদ সেজান, গোলাম সোহরাব দোদুল, সুমন আনোয়ার, অনিমেষ আইচ, দীপু হাজরা, সকাল আহমেদসহ অনেকে। এরমধ্যে সাগর জাহান, মাসুদ সেজান ও সকাল আহমেদের দুটি করে সাত পর্বের নাটকে অভিনয় করবেন। এছাড়াও আরও একটি সাত পর্বের নাটকে তিনি থাকছেন। চঞ্চল বলেন, কোন নাটকগুলো দেখবেন, তা নিয়ে দর্শকদের যেমন একটা পরিকল্পনা থাকে, তেমনি আমিও চেষ্টা করি ভালো কিছু নাটক তাদের সামনে তুলে ধরার। এবারের ঈদে যাদের কাজ করা হয়েছে, তারা সবাই নিজ কাজের জন্য প্রশংসিত। আশা করি, ঈদে দর্শকরা ভালো কিছু সময় কাটাতে পারবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।