Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হইচই প্ল্যাটফর্মে রবীন্দ্রনাথের মানভঞ্জন নিয়ে ওয়েব সিরিজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৯, ১২:০৫ এএম

রবীন্দ্রনাথের ছোটগল্প মানভঞ্জন নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ। সিরিজটি প্রচার হবে ডিজিটাল প্ল্যাটফর্ম হইচই-এ। অভিজিৎ চৌধুরীর পরিচালনায় নির্মিত এই সিরিজের মুখ্য ভ‚মিকায় অভিনয় করেছেন সোহিনী সরকার, অমৃতা চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য। সিরিজের গল্প গড়ে উঠেছে পতিগৃহে রীতিমতো একাকী জীবনযাপন করে চলা গৃহবধূ গিরিবালাকে কেন্দ্র করে। গোপীনাথের সাথে গিরিবালার বিয়ে হবার পর থেকে বেশ কিছুদিন দুজনের মাঝে দারুণ প্রণয় জমে উঠলেও একসময় ফিকে হতে থাকে তাদের ভালবাসা। একসময় গোপীনাথের ভালবাসাবর্জিত মনে স্থানকরে নিতে থাকে উর্বশী নাট্যাভিনেত্রী লবঙ্গ। গিরিবালার তারুণ্যদীপ্ত রূপ লাবণ্য সবই বিফলে যায় গোপীনাথের মন গৃহমুখী করতে। একসময় গোপীনাথ লবঙ্গের সাথে নতুন করে ঘর বাঁধবে বলে গিরিবালাকে ফেলে চলে যায়। হতাশায় গিরিবালাও বেরিয়ে যায় পতিগৃহ ছেড়ে। নতুন করে বাঁচবে বলেই গিরিবালা নিজেকে পরিণত করে আরো সাহসী, উদ্যমী আর দুর্বার এক নারীশক্তিতে। যে মোহে গোপীনাথ এক সময় ঘর ছেড়েছিল সেই একই গুণে গুণান্বিতা স্ত্রীর কাছেই ফিরে আসবে নাকি রয়ে যাবে। আগামী ৩১ মে থেকে ‘মানভঞ্জন’ দেখতে পাওয়া যাবে ‘হইচই’ প্ল্যাটফর্মে। ‘হইচই’-এর বিজনেস লীড বাংলাদেশ সাকিব আর খান বলেন, হইচই সবসময়ই চায় বাঙালি সংস্কৃতির সেরা নিদর্শনগুলো তার প্ল্যাটফর্মে তুলে ধরতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম বাঙালি সংস্কৃতির শ্রেষ্ঠত্বের নিদর্শন। তার প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদর্শনের জন্য আমাদের পরবর্তী অরিজিনাল সিরিজের নামকরণে বেছে নিয়েছি রবি ঠাকুরের এক অনন্য সৃষ্টিকে। হইচই প্ল্যাটফর্মে থাকা কন্টেন্টগুলো দেখা যাচ্ছে বাংলাদেশ থেকেও। হইচই এবং হইচই-এর ইউটিউব চ্যানেলে বিকেল সাড়ে ৫টা থেকে দেখা যাচ্ছে ‘মানভঞ্জন’ এর টিজারটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ