Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৯, ১২:০৫ এএম | আপডেট : ১২:৪৪ পিএম, ১৪ মে, ২০১৯

১ অ্যাভেঞ্জার্স : এন্ডগেম
২ লঙ শট
৩ দি ইনট্রুডার
৪ আগলিডল্স
৫ ব্রেকথ্রু

দি ইনট্রুডার

ডিয়ন টেইলর পরিচালিত থ্রিলার ফিল্ম ‘দি ইনট্রুডার’। ‘ডেড টোন’ (২০০৭), ‘দ্য হাসল’ (২০০৮), ‘নাইট টেলস : দ্য মুভি’ (২০০৮), ‘টোনি রবার্টস : আই’ম ডিফরেন্ট’ (২০১৩), ‘সুপ্রিমেসি’ (২০১৪), ‘মিট দ্য বø্যাকস’ (২০১৬) এবং ‘ট্রাফিক’ (২০১৮) টেইলর পরিচালিত চলচ্চিত্র।
নববিবাহিত স্কট (মাইকেল ইলি) আর অ্যানি রাসেল (মিগ্যান গুড) ক্যালিফোর্নিয়ার নাপা উপত্যকায় চার্লি পেকের (ডেনিস কোয়েড) কাছ থেকে বাড়িসহ কয়েক একরের একটি সম্পত্তি কেনে। চার্লি জানায় তার কয়েক পুরুষ আগে তার পরিবার এই সম্পত্তি কিনেছিল আর সে জন্ম থেকে এখানেই আছে। চার্লি স্কটদের বাড়িতে আসাযাওয়া করতে থাকে। একদিন স্কট তাদের নতুন আবাসে কিছু পরিবর্তন আনে তা দেখে চার্লি ভীষণ রেগে যায়। স্কট জানতে পারে চার্লির স্ত্রী নেজের মুখে শটগান রেখে আত্মহত্যা করেছিল, অন্তত চার্লির তাই দাবি। স্কট আরও আবিষ্কার করে চার্লি অ্যানির প্রতি আকৃষ্ট এবং অপ্রকৃতস্থ। অল্প কিছুদিন পর চার্লি উপলব্ধি করে চার্লি খুন করে তার সম্পত্তি ফেরত নেবার পরিকল্পনা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ