Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দিতে উন্মুক্ত বাজেট ঘোষণা

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৯, ১২:০৬ এএম

গতকাল সকাল ১০ টায় দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদ ভবনে ১ কোটি ৪০ লাখ ৩ হাজার ৪ শত টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেন সরকার। এ বাজেটে রাজস্ব আয় ৩২ লাখ ৩ হাজার ৪ শত টাকা ও রাজস্ব ব্যয় ৩০ লাখ ৬৪ হাজার টাকা ধরা হয়েছে। উদ্ধৃতি ১ লাখ ৩৯ হাজার ৪ শ’ টাকা ধরা হয়েছে।
এ ছাড়া উন্নয়ন আয় ১ কোটি ৮ লাখ টাকা উন্নয়ন ব্যয় ১ কোটি ৮ লাখ ৬৪ হাজার টাকা ধরা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান, ইউপি সদস্য সুরুজ সরকার, রাজা মিয়া, মমিন মিয়া, গিয়াস উদ্দিন, আলমগীর, নাসরিন, শেফালি, পারভীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ