Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় বিড়িভোক্তা ও শ্রমিকদের মানববন্ধন

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৯, ১২:০৬ এএম

বিড়ি শিল্পকে রক্ষা, কর বৃদ্ধি না করা এবং তামাক সংশ্লিষ্ট বহুজাতিক কোম্পানীর ষড়যন্ত্র, অপতৎপরতা বন্ধের দাবিতে গত রোববার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন কুমিল্লা বৃহত্তর বিড়ি ভোক্তা পক্ষ এবং বিড়ি শ্রমিক ফেডারেশন।
মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় বিড়ি শিল্প ধ্বংস করা চলবে না। দেশে বিড়ি শিল্পের সঙ্গে লাখ লাখ শ্রমিক জড়িত। গরীব, দিনমজুর, ক্ষেতমজুর মানুষের বিড়িতে কোনরকম করারোপ করা যাবে না। বিড়ি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বিড়ির দাম বৃদ্ধি করলে শ্রমিকরা বেকার হয়ে পড়বে। যার প্রভাব আর্থসামাজিক ক্ষেত্রেও পড়বে। আসন্ন বাজেটে বিড়ির উপর কোন প্রকার করারোপ করা যাবে না। বক্তারা বিড়ির ওপর সকল প্রকার কর মওকুফ এবং বিড়ি শিল্পকে কুটিরশিল্প ঘোষণাসহ সাতদফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিড়ি ভোক্তা পক্ষের সভাপতি মো. মনির হোনের, সহসভাপতি মো. কামাল হোসেন, বিড়ি শ্রমিক ফেডারেশনের আবুল বাশার, শরিফ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ