রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাঁচা চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলায় ক্ষুদ্র চা চাষিরা বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। গত রোববার দুপুরে তেঁতুলিয়ার ক্ষুদ্র চা চাষি সমিতির উদোগে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান রোডে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করেছে। দুই ঘন্টাব্যাাপি অবরোধে রাস্তার দুধারে প্রায় কয়েশ গাড়ি আটকা পরে। এতে জনসাধারণ দুর্ভোগে পড়ে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলার ক্ষুদ্র চা-চাষি সমিতির সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক ফরমান আলী, অর্থ সম্পাদক জাকির হোসেন, স্মল টি গ্রোয়াজ এসোসিয়েশনের আহবায়ক হবিবর রহমান হবি প্রমুখ।
বক্তারা বলেন, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কারখানা ও চা চাষিদের উপস্থিতে আলোচনা সভার মাধ্যমে কাঁচা চা পাতার মূল্য নির্ধারণ করা হয় ২৪ টাকা ৫০ পয়সা। অথচ চা কারখানার মালিকরা সিদ্ধান্ত মোতাবেক নির্ধারিত মুল্য ২৪ টাকা ৫০ পয়সা না দিয়ে বরং তাদের ইচ্ছে মতো ২০ থেকে ২১ টাকা দরে পাতা ক্রয় করছে চাষিদের কাছ থেকে।
এতে ক্ষুদ্র চা চাষিরা লোকশানের মুখে পরেছে। তাই নির্ধারিত মুল্য না পেয়ে ক্ষুদ্র চা চাষিরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে, পরে ২ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় দুই ঘন্টার অবরোধের পর জেলা প্রশাসনের আশ্বাসে ক্ষুদ্র চা-চাষিরা সড়ক অবরোধ তুলে নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।