বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দরিদ্রতা নিয়তির কোন অভিশাপ নয় মন্তব্য করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন নিম্ন আয়ের ও গরীব মানুষের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার আহŸান জানিয়েছেন। গতকাল রোববার লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শহীদ নগর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দেড় হাজার স্বল্প আয়ের গরীব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ আহŸান জানান।
মেয়র নাছির বলেন, নিম্ন আয়ের সন্তানরা শিক্ষিত হলে দারিদ্র্য বিমোচনের পথ খুঁজে পাবে। তিনি মাদক, সন্ত্রাসসহ অনৈতিক কাজ থেকে দূরে রাখতে পিতা-মাতাদের সজাগ থেকে সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার আহŸান জানান। আ জ ম নাছির বলেন, বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়নের পথে হাঁটছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অচিরেই ক্ষুধা দারিদ্রমুক্ত দেশ হিসেবে বিশ্ব দরবারে স্থান করে নেবে।
লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক আহমেদের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলশী থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোমিনুল হক, বাকলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক কমিশনার মো. ইসহাক, কাউন্সিলর শৈবাল দাশ সুমন। বক্তব্য রাখেন লালখান বাজার ওয়ার্ডের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, আবছার উদ্দিন সেলিম, এম এ কাদের প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।