Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৯, ১২:০৪ এএম

বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড গুলি ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে গ্রেফতারকৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন (৩৮) ও আমজাদ হোসেন প্রকাশ (পেটকাটা খালাসি সুমন) (২৯)।
ডিবি পুলিশের ওসি কামরুজ্জামান সিকদার জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুতুবপুর ইউপির সাবেক চেয়ারম্যান কামালের বাড়ীতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও গাঁজাসহ কামাল ও খালাসি সুমনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ