বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভেজাল খাদ্য, ওজনে কম দেয়া, বেশি দামে গোশত বিক্রি, মার্কেটে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও পুলিশের পক্ষ থেকে গতকাল রোববার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
গতকাল সকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় রাজধানীর শান্তিনগর বাজারের সাত ফল ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ অভিযানে প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী রায়। অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১১ এর সদস্যরা। গতকাল রোববার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের নেতৃত্বে রাজধানীর আজিমপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে গোশত, শাক-সবজি ও ফলের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে আর্থিক জরিমানা করা হয়। এছাড়া হোটেলে খোলা অবস্থায় চিনির বস্তা রাখা ও পত্রিকার কাগজ দিয়ে জিলাপি তৈরির সরঞ্জাম ঢেকে রাখার দায়েও জরিমানা করা হয়েছে।
অভিযানে আজিমপুর ছাপড়া মসজিদের পাশে সোহাগ ও বিসমিল্লাহ নামক দুটি গোশতের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে (ডিএসসিসি নির্ধারিত গরুর গোশত ৫২৫ টাকার বদলে ৬০০ টাকায় বিক্রি করা) গোশত বিক্রি করার অপরাধে দোকান মালিকদের যথাক্রমে ১৫ হাজার ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় লাল মিয়ার শাহি বিরিয়ানির দোকানে পত্রিকার কাগজ দিয়ে জিলাপি তৈরির সরঞ্জাম ঢেকে রাখা, চিনির বস্তা খোলা রাখা এবং ফ্রিজ অপরিচ্ছন্ন থাকায় দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ফুটপাতের জায়গা দখল করে ফলের দোকান বসানো ও মূল্য তালিকা প্রদর্শন না করায় মোয়াজ্জেনের ফলের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা না ঝুলিয়ে রাখায় বাহার সবজি ঘরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা অফিসার্স ক্লাবের ক্যান্টিনকে দুই লাখ টাকা জরিমানা
এদিকে খাবারের মান না থাকা ও রঙ মিশানের অভিযোগে ঢাকা অফিসার্স ক্লাবের ক্যান্টিনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকার রোববার দুপুরে ক্যান্টিনে অভিযান চালিয়ে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত মোবাইল কোট। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিদ হয়। এদিকে অফিসার্স ক্লাবের খাবারের অর্ডার দিতে আসা বাংলাদেশ আটো বিস্কুট এন্ড ব্রেড এর সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান ভ‚ঁইয়া বলেন, আমরা আজকে চাঁদপুর জেলা সমিতির ৮০০ মানুষের খাবারের অর্ডার করেছিলাম। কিন্তু এখানে অভিযানে যে দৃশ্য দেখলাম, তা অত্যন্ত দুঃখজনক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।