Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খোদাভীতির মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৯, ১২:০৫ এএম

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, মাহে রমজান বিশ্ব মুসলমানদের জন্য বয়ে আনে মুক্তির বার্তা। সিয়াম সাধনার মাধ্যমে দেশের জনগনের মধ্যে খোদাভীতি সৃষ্টি হলে দুর্নীতি ও অনাচার মুক্ত আদর্শ বাংলাদেশ গড়া সম্ভব হবে। এ সিয়াম সাধনার মাধ্যমে সঠিক প্রশিক্ষন নিলে মদ-জুয়া সুদ-ঘুষ, ও অশ্লীলতাসহ সকল অপরাধ বন্ধ হবে।
শনিবার রাজধানীর কামরাঙ্গীরচর মাদরাসায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় ইফতার মাহফিলে সভাপতির ভাষণে তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ এমপি, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, খেলাফত আন্দোলনের নেতা আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি, নেজামে ইসলাম পার্টির যুগ্ম-মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, হাজী জালাল উদ্দিন বকুল, মাওলানা সাজেদুর রহমান , জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী, ড. তাফাজ্জুল হক মিয়াজী, মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা ইউসুফ সাদেক হক্কানী।
কাজী ফিরোজ রশিদ এমপি বলেন, খুন-ধর্ষণ, সুদ-ঘুষ ও দুর্নীতির কারণে জাতি অতিষ্ঠ। কুরআন-সুন্নাহর অনুশাসন মেনে চললে আমাদের সমাজে শান্তি ফিরে আসবে। মুসলমানদের অনৈক্যের কারণে সারা দুনিয়ার মুসলমানগণ নির্যাতিত, নিপীড়িত। সকলে ঐক্যবদ্ধ ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় চেষ্টা চালাতে হবে । হাফেজ্জী হুজুর এ আহবানই রেখে গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ