বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, সমাজের এক শ্রেণির মানুষ বেশি মুনাফার আশায় ভেজাল খাদ্য বিক্রয় করে মানুষের জীবন মৃত্যুমুখে ঠেলে দিতেও দ্বিধা করে না। মাহে রমজানের শিক্ষা না থাকায় খাদ্যে ভেজাল করা হচ্ছে । এধরণের মানুষের জীবনে রমজান কোন প্রভাব ফেলবে না।
গতকাল রোববার বরিশালের চরমোনাই মাদরাসা ময়দানে অনুষ্ঠিত বিশেষ তালিম তারবিয়াতের আলোচনায় তিনি এসব কথা বলেন।
পীর সাহেব বলেন, প্রতিনিয়ত আমাদের সমাজে এধরণের ঘটনা ঘটছে। ভেজাল বিরোধী অভিযানে ধরাও পড়ছে। কিন্তু তাকওয়ার শিক্ষা জীবনে না থাকলে শুধু অভিযানে কাজ হয় না। তাকওয়া মানুষকে অপরাধ প্রবণতা থেকে মুক্ত করে স্বচ্ছ ও সুন্দর জীবনে ফিরিয়ে আনে। তাকওয়া অর্জন করে তাকওয়াপূর্ণ সমাজ গঠনে সকলকে কাজ করতে হবে।
আলোচনায় পীর সাহেব চরমোনাই ছাড়াও নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মাদরাসার শিক্ষকগণ এবং চরমোনাই ইউপি চেয়ারম্যান মুফতী এছহাক মুহাম্মদ আবুল খায়ের অংশ নেন।
শিক্ষাঙ্গনে অনৈতিকতা রোধ সম্ভব হচ্ছে না
ইসলামী আন্দোলন বাংলাদশের মহাসচবি অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। স¤প্রতি নুসরাত হত্যাকান্ডরে মাধ্যমে শিক্ষাঙ্গনে অনৈতিক র্কমকান্ডরে চিত্র ভয়াবহ আকারে প্রকাশ পেয়েছে। একজন শিক্ষক ছাত্র-ছাত্রীদরেকে আর্দশ শিক্ষা দিবে, কিন্তু র্বতমানে কিছু দুষ্ট লোকের অসৎ কর্মকান্ড গোটা শিক্ষকসমাজকে আজ কুলসিত করছে। জাতি গড়ার কারিগর শিক্ষকদের একটি বিপথগামী অংশ অনৈতিক র্কমকান্ডে জড়িত।
গতকাল রোববার বিকেলে জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমানের সভাপতিত্বে “শিক্ষাঙ্গনে অনৈতিকতা রোধে মাহে রমজানের ভূমিকা” র্শীষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্টন গার্লস কলেজের প্রিন্সিপাল মুহা. ইসমাঈল হোসেন, ইস্ট ওয়েস্ট ইউনিভর্ািসটির গবষেণা ও উন্নয়ন বিভাগরে সহকারি অধ্যাপক মাহমুদুল হাসান রায়হান।
রাজধানীতে গ্রেফতার ৯
স্টাফ রিপোর্টার : রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে অজ্ঞান পার্টি ও ছিনতাই চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গত শনিবার রাতে র্যাব-২ এর একটি দল তাদেরকে গ্রেফতার করে।
শেরেবাংলা নগর থানাধীন পঙ্গু হাসপাতালের বর্হিঃবিভাগের সামনে পারভেজ (২৫), লিটন (৩০), সুজন (৩০), রনি (২০) ও শ্রাবনকে (১৯) গ্রেফতার করে। তাদের কাছ থেকে বিপুল পরিমানে চতনানাশক ওষুধ, মলম, মরিচের গুড়া, দৃষ্টিভ্রম করার টাইগার বাম ও আসামীদের ব্যবাহিত মোবাইল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাসের যাত্রী সেজে অথবা বিক্রয় প্রতিনিধি হিসেবে মানুষকে আকৃষ্ট করে অজ্ঞান করার ঔষধ মিশ্রিত খাবার খাইয়ে সব লুটে নেওয়ার কথা স্বীকার করে।
এদিকে, মোহাম্মদপুর থানাধীন মিরপুর রোডের পশ্চিম পাশে বøক-বি, খিলজী রোড মামুন (২৫), মিলন (৩৫), রুবেল (২৪) ও মোবারক হোসেন (২৮) নামে চার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।