Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষীপুরের ভয়াবহ অগ্নিকান্ড ৬ দোকান পুড়ে ছাই

লক্ষীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৯, ১২:০৫ এএম

লক্ষীপুরের চাঁদখালী বাজারে ভয়বাহ অগ্নিকান্ড ৭টি দোকান পুঁড়ে ছাই হয়ে যায়, এতে ৩০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। গতকাল রোববার রাত সাড়ে ১২টার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লক্ষীপুর ইউনিট সূত্র জানায়, লক্ষীপুর সদর উপজেলার চাঁদখালী বাজারের আর কে ইলেকট্রনিক্স দোকান থেকে বৈদ্যুতিক শটসার্কিটে আগুনের সূত্রপাত ঘটে ও মুহুর্তের মধ্যে ছড়িয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লক্ষীপুর ইউনিট দ্রুত ঘটনাস্থলে পোঁছে স্থানীয় এলাকাবাসীসহ ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ সময় মায়ের দোয়া হার্ডওয়ার, আর কে ইলেকট্রনিক্স, সানজিদা এন্টারপ্রাইজ, সেলুন ও চা দোকানসহ ৭টি দোকান সম্পূর্ন পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী শহীদ দাবি করেন, দোকান ঘর, মালামাল ও নগদ টাকাসহ প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান মো. ইউসফ জনান, আমরা দ্রুত ঘটনাস্থলে পোঁছে ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। ছোট-বড় ৭টি দোকান পুঁড়ে গেছে, এতে ২৫ থেকে ৩০লাখ টাকার ক্ষয় ক্ষতি হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ