রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
লক্ষীপুরের চাঁদখালী বাজারে ভয়বাহ অগ্নিকান্ড ৭টি দোকান পুঁড়ে ছাই হয়ে যায়, এতে ৩০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। গতকাল রোববার রাত সাড়ে ১২টার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লক্ষীপুর ইউনিট সূত্র জানায়, লক্ষীপুর সদর উপজেলার চাঁদখালী বাজারের আর কে ইলেকট্রনিক্স দোকান থেকে বৈদ্যুতিক শটসার্কিটে আগুনের সূত্রপাত ঘটে ও মুহুর্তের মধ্যে ছড়িয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লক্ষীপুর ইউনিট দ্রুত ঘটনাস্থলে পোঁছে স্থানীয় এলাকাবাসীসহ ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ সময় মায়ের দোয়া হার্ডওয়ার, আর কে ইলেকট্রনিক্স, সানজিদা এন্টারপ্রাইজ, সেলুন ও চা দোকানসহ ৭টি দোকান সম্পূর্ন পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী শহীদ দাবি করেন, দোকান ঘর, মালামাল ও নগদ টাকাসহ প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান মো. ইউসফ জনান, আমরা দ্রুত ঘটনাস্থলে পোঁছে ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। ছোট-বড় ৭টি দোকান পুঁড়ে গেছে, এতে ২৫ থেকে ৩০লাখ টাকার ক্ষয় ক্ষতি হতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।