রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
প্রচন্ড খড়তাপ ও চলমান দাপদাহে দেশের পরিকল্পিত বৃহৎ কাপ্তাই হ্রদ প্রায় শূন্যতায় ভুগছে। পানি শুকিয়ে যাওয়ার ফলে বিভিন্ন ব্যবসা-বানিজ্য নেমে এসেছে স্থবিরতা। হাজার হাজার খেটে খাওয়া মানুষ বেকারত্বে ভুগছে। সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। দেশের এ পরিকল্পিত হ্রদের ওপর নির্ভর করছে করে চলছে মৎস্য ভান্ডার, পর্যটন শিল্প, ব্যবসা-বাণিজ্য। আর এ কাজের ওপর নির্ভর করে চলছে কয়েক লাখ ব্যবসায়ী। বর্তমানে কাপ্তাই হ্রদের পানি বিগত কয়েক বছরের তুলনায় অনেক বেশি হ্রাস পাওয়ার দরুন, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের স্থলে বর্তমানে বিদ্যুৎ ইউনিট চলছে মাত্র একটি।
পানির কমে যাওয়ার ফলে কাপ্তাই উপজেলাসহ প্রায় ৬টি উপজেলার সাথে যোগাযোগ বন্ধ রয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা মাইলের পর মাইল পায়ে হেটে কর্মস্থলে পৌছাতে হচ্ছে। সঠিক সময় না পৌছানোর ফলে বিভিন্ন সমস্যা পড়তে হচ্ছে বলে উল্লেখ করেন। হ্রদ শুকিয়ে যাওয়া ফলে বিশাল মাঠে পরিনত হয়েছে। প্রতিনিয়ত চলছে ফুটবল, ক্রিকেটসহ হরেক রকমের খেলা।
পানি শূন্যতার ফলে বিভিন্ন শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা না করতে পাড়ায় অতিকষ্টে দিন যাপন করছে বলে উল্লেখ করেন।
বাঁশ ব্যবসায়ী আবুল কাশেম বলেন, দীর্ঘদিন ধরে বাঁশ ব্যবসায় করছি। কিন্ত এ বছরেরমত আর পানি কমতে দেখি নেই। প্রতিনিয়ত পানি কমছে। বর্তমানে আমাদের ব্যবসা শূণ্যের কোটায়। সাম্পান ও ইঞ্জিন চালিত বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিছ জানান, পানি অতিদ্রুত কমে যাওয়ার ফলে লোকজনের যাতায়াত একেবারে কমে গেছে। বিশেষ করে পর্যটন শিল্পে ভাটা নেমেছে বলে জানান। এলাকার অভিজ্ঞ মহল মনে করেন, কাপ্তাই বাঁধ তৈরির পর হতে অদ্যবতি কাপ্তাই হ্রদের ড্রেজিং না করার ফলে হ্রদের নব্যতা একেভারে হ্রাস পেয়েছে এবং হ্রদের নিচের স্তর ভরাট হওয়ার দরুন দিন দিন পানি শুকিয়ে শূন্যের কোটায় পৌছার কারনে আজ দেশের পরিকল্পিত হ্রদের এ করুন দশা। হ্রদ কমিটি কাপ্তাই হ্রদকে ড্রেজিং করা হলে লেক তার নাব্যতা ফিরে পাবে। এবং সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় করবে বলে মন্তব্য করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।