প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ভারতের গণিত জিনিয়াস শকুন্তলা দেবীর ভূমিকায় একটি বায়োপিকে অভিনয় করবেন বিদ্যা বালান। চলচ্চিত্রটি পরিচালনা করবেন আনু মেনন। কর্ণাটকে জন্মগ্রহণকারী শকুন্তলা মনে মনে বিরাট বিরাট হিসাব দ্রæত করতে পারতেন। এজন্য তার নাম গিনেস বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে। মাত্র ৫ বছর বয়সে তিনি উচ্চ মাধ্যমিকের একটি কঠিন অংক সমাধান করে প্রথম পরিচিতি লাভ করেন। “বড় পর্দায় আমি ‘মানব কম্পিউটার’ শকুন্তলা দেবীর ভূমিকায় অভিনয় করছি বলে রোমাঞ্চিত। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি তার স্বকীয়তায় ছিলেন উজ্জ্বল, সোচ্চার নারীবাদী কণ্ঠ এবং অনেক সন্দেহবাদী আর অবিশ্বাসীকে ভুল প্রমাণিত করে সাফল্যের শীর্ষে উঠেছিলেন তিনি,” বিদ্যা বলেন। নয়নিকা মাহতানির সঙ্গে চলচ্চিত্রটির কাহিনী লিখেছেন পরিচালক স্বয়ং। সংলাপ লিখেছেন ঈশিতা মৈত্র। আশা করা হচ্ছে এই বছরের শেষে চলচ্চিত্রটির নির্মাণ শুরু হবে। বিক্রম মালহোত্রার অ্যাবানডেনশিয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে চলচ্চিত্রটি মুক্তি পাবে ২০২০ সালের গ্রীষ্মে। চলচ্চিত্রটির নাম এখনও স্থির করা হয়নি। বিদ্যা বালান ইতোপূর্বে একাধিক বায়োপিকে অভিনয় করেছেন। এর মধ্যে ‘ডার্টি পিকচার’ চলচ্চিত্রে সিল্ক স্মিতার ভূমিকায় এবং এনটিআর-এর জীবনী চলচ্চিত্র। এছাড়া তিনি ইন্দিরা গান্ধীর ভূমিকায় একটি ওয়েব সিরিজে কাজ করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।