বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিসটি ডেমরার মাতুয়াইলে থেকে কদমতলী থানার দনিয়া মৌজায় স্থানান্তরে প্রশাসনিক অনুমোদন দিলেও গত নয় মাসেও তা কার্যকর হয়নি। এজন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে অভিযোগ দিয়েছেন স্থানীয় এমপি।
জানা গেছে, রাজধানীর শ্যামপুর সাব-রেজিস্ট্রি অফিসটি ডেমরার মাতুয়াইলে দীর্ঘদিন যাবত কার্যক্রম পরিচালনা করে আসছিলো। ২০১৬ সালের আগস্টে সাব-রেজিস্ট্রি অফিসটি ঢাকা রেজিস্ট্রেশন কমপ্লেক্স, তেজগাঁওয়ের স্থানান্তরিত হয়। ফলে শ্যামপুর সাব- রেজিস্ট্রি অফিসের আওতাধীন মৌজাসমূহ ঢাকা শহরের একেবারে দক্ষিণে বিধায় সেবাপ্রার্থীরা চরম দুর্ভোগে পরে।
গত বছর ২৭ আগস্ট শ্যামপুর সাব- রেজিস্ট্রি অফিসটি ঢাকা রেজিস্ট্রেশন কমপ্লেক্সে তেজগাঁও থেকে কদমতলী থানার দনিয়া মৌজায় স্থানান্তরের জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে মহাপরিদর্শক নিবন্ধন অধিদপ্তরকে চিঠি দেয়া হয়। গত বছরের ৩১ জুলাই শ্যামপুর সাব- রেজিস্ট্রি অফিসটি সেবাপ্রার্থীদের সুবিধার্থে ঢাকা রেজিস্ট্রেশন কমপ্লেক্সে তেজগাঁও থেকে কদমতলী থানার দনিয়া মৌজায় স্থানান্তরের প্রশাসনিক অনুমোদন হলেও গত নয় মাসেও তা কার্যকর হয়নি।
এ পরে স্থানীয় এমপি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে অভিযোগ উখপান করেন।
কমিটির মকবুল হোসেনে বলেন, সংসদীয় কমিটিতে একটি অভিযোগ এসেছে। কমিটির আগামী বৈঠকে এ ব্যাপারে আলোচনা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।