রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভোলার দৌলতখানে তুচ্ছ ঘটনার জেরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, স্থানীয় মাহাজন বাড়ির মোতাহার হোসেনের ছেলে বাবলু ও স্ত্রী কমলা বেগম। আহত কমলা বেগম দৌলতখান উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সে ভর্তি হয়েছেন।
জানা যায়, গত শুক্রবার দুপুরে বাবলু নিজ বাড়ির দরজায় কাজ করছিলো। এসময় পূর্বশত্রæতার জেরে পাশবর্তী অহিদ মাস্টার ও তার ভাই গিয়াসউদ্দিন, রবি আলম, মোসলেউদ্দিন লাঠি-সোটা নিয়ে বাবলুর ওপর অতর্কিত হামলা করে। এসময় স্বামীকে বাঁচাতে স্ত্রী কমলা বেগম এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এ ব্যাপারে অভিযুক্ত অহিদ মাস্টারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মসজিদে যাওয়ার পথে বাবলু তাদের ওপর হামলা করেছে। এ ঘটনায় দৌলতখান থানায় দু’পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।