Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতখানে স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ মে, ২০১৯, ১২:০৪ এএম

ভোলার দৌলতখানে তুচ্ছ ঘটনার জেরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, স্থানীয় মাহাজন বাড়ির মোতাহার হোসেনের ছেলে বাবলু ও স্ত্রী কমলা বেগম। আহত কমলা বেগম দৌলতখান উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সে ভর্তি হয়েছেন।
জানা যায়, গত শুক্রবার দুপুরে বাবলু নিজ বাড়ির দরজায় কাজ করছিলো। এসময় পূর্বশত্রæতার জেরে পাশবর্তী অহিদ মাস্টার ও তার ভাই গিয়াসউদ্দিন, রবি আলম, মোসলেউদ্দিন লাঠি-সোটা নিয়ে বাবলুর ওপর অতর্কিত হামলা করে। এসময় স্বামীকে বাঁচাতে স্ত্রী কমলা বেগম এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এ ব্যাপারে অভিযুক্ত অহিদ মাস্টারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মসজিদে যাওয়ার পথে বাবলু তাদের ওপর হামলা করেছে। এ ঘটনায় দৌলতখান থানায় দু’পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ