Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

পটিয়ায় ৬ রোগীর চিকিৎসায় প্রধানমন্ত্রীর চেক হস্তান্তর

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ মে, ২০১৯, ১২:০৫ এএম

প্রধানমন্ত্রীর চিকিৎসা তহবিল থেকে প্রদত্ত জটিলরোগে আক্রান্ত পটিয়ায় ৬ জন রোগীকে চিকিৎসা খরচের চেক প্রদান করা হয়েছে। গতকাল (শনিবার) আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করেন বিজিএমইএ’র সাবেক সহ- সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছির। চিকিৎসা চেক প্রাপ্তদের মধ্যে রয়েছে শোভনদন্ডী এলাকার ওসমান গণি, আবদুছ ছালাম, মোহাম্মদ ইলিয়াছ, কচুয়াই এলাকার মফিজ উদ্দীন, বড়লিয়া এলাকার সেকান্দর হোসেন ও কেলিশহর এলাকার স্বপ্না দে। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সাবেক কৃষি সম্পাদক হাজী আবু তৈয়ব জেলা আ’লীগ নেতা সেলীম নবী, পটিয়া উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, আ’লীগ নেতা মাষ্টার সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, মাঈন উদ্দীন, মহিউদ্দীন মহি, আশীষ তালুকদার, আবদুল মালেক, জসিম উদ্দীন বাদশা, ছৈয়দ তালুকদার, মফিজুর রহমান, যুবলীগ নেতা এস.এম. পারভেজ, ইমরোল কায়েছ, আবু তাহের প্রমুখ। নেতৃবৃন্দ এর আগে সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী আ’লীগনেতা পটিয়া পৌরসভার আবুল কালাম আজাদ, সেক্রেটারী নাছির এর পিতা ছমদ আলী মাষ্টার, ছাপড়ীর মোহাম্মদ নুর মাষ্টার, মুক্তিযোদ্ধা আবু তাহের, নুরুল আলম, আবদুল করিম, উপজেলা যুবলীগনেতা ইউনুছ এর পিতা ছাত্রলীগনেতা সাদ্দাম হোসেন এর পিতার কবর জিয়ারত ও তাদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ